ভৌত অবকাঠামো তথ্য
প্রতিষ্ঠালগ্নে কলেজের ভৌত কাঠামোঃ
ডুমুরিয়া মহাবিদ্যালয়টি ৫.০৬ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। প্রাথমিক পর্যায়ে পাঁচকক্ষ বিশিষ্ট একটি পাকা টিনের ঘর তৈরী হয়। এছাড়া বাশেঁর বেড়া ও গোলপাতার ছাউনিযুক্ত চার কক্ষবিশিষ্ট একটি ঘর নির্মান করা হয়। সীমিত সংখ্যক প্রয়োজনীয় চেয়ার, টেবিল, বেঞ্চ ও আসবাবপত্র নিয়ে শুরু হয় পাঠদান। এলকায় এলাকায় ঘুরে সংগ্রহ করা হয় ছাত্র-ছাত্রী। প্রভাষকদের গোলপাতার ছাউনিযুক্ত দুটি কক্ষে থাকবার ব্যবস্থা করা হয়।
বর্তমান অবকাঠামোগত অবস্থাঃ
১। জমি ৫.০৬ একর
২। দালান: দোতলা বিশিষ্ট L shaped এর একটি বড় দালান ও একটি দ্বিতল ভবন।
৩। ক্লাস রুম ১৬ টি
৪। লাইব্রেরী ১ টি
৫। বই ২১২১
৬। বিজ্ঞানাগার ৬ টি (পদার্থ, রসায়ন, জীববিদ্যা, গণিত, ভূগোল, মনোবিজ্ঞান)
৭। খেলার মাঠ ১ টি (১৩০´x ৯০´)
৮। শিক্ষার্থী/ কমনরুম ২টি (ছাত্র ও ছাত্রী)
৯। শিক্ষক মিলনায়তন রয়েছে ১ টি