নোটিশ ০১/১০/২০২০ এতদ্বারা অত্র কলেজের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৩/১০/২০২০ খ্রী., শনিবার,সকাল ১০.০০টায় স্বাস্থ্যবিধি মেনে Online class সম্প্রর্কিত অগ্রগতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে । উক্ত সভায় যথা সময় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল। মোহাম্মদ হেমায়েত উদ্দীন অধ্যক্ষ আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ রাজাপুর ,ঝলকাঠি
নোটিশ ২০/০৪/২০২২ খ্রি. অত্র কলেজের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,পবিত্র রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, মে দিবস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২১/০৪/২০২২ খ্রি. থেকে ০৫/০৫/২০২২ খ্রি. পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। উল্লেখ্য অফিস যথারীতি খোলা থাকবে।
মোহাম্মদ হেমায়েত উদ্দীন অধ্যক্ষ আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ রাজাপুর ,ঝলকাঠি
কলেজের নাম | : | আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ (Alhaj Lalmon Hamid Mohila College) |
|||
প্রতিষ্ঠাতা | : | আলহাজ্ আব্দুল আউয়াল ইঞ্জিনিয়ার | সাইন বোর্ড উত্তোলন | : | ----- |
প্রতিষ্ঠার তারিখ | : | ১৯৯৫ইং | ছাত্র ভর্তি অনুমতি(উচ্চ) |
: | ----- |
কলেজ কোড | : |
বোর্ডঃ --,বিশ্ববিদ্যালয়ঃ - |
কলেজের ১ম স্বীকৃতি(উচ্চ) | : | ----- |
এম. পি. ও কোড | : | ---- | স্নাতক ১ম অধিভূক্তি | : | -------- |
কলেজ EIIN | : | ---- | এম,পি ও ভূক্তি তাং | : | ------------ |
স্বীকৃতির মেয়াদ | : |
বোর্ডঃ ---,বিশ্ববিদ্যালয়ঃ - |
নিয়মকানুন
- সকল ছাত্র ছাত্রীকে বাধ্যতামূলকভাবে পরিচয় পত্র ব্যবহার করতে হবে।
- লাইব্রেরি সহয়তা পেতে প্রত্যেককে একটি পৃথক লাইব্রেরি কার্ড সংগ্রহ করতে হবে।
- প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রতিটি বিষয়ে ৮০% হাজিরা নিশ্চত করতে হবে।
- ছাত্র ছাত্রীদের প্রাইবেট প্রবনতা রোধ ও অভিভাবকের অর্থ সাশ্রয়ের লক্ষ্যে ইংরেজি ও বাংলাসহ অপেক্ষকৃত কঠিন কতিপয় বিষয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে । বিশেষ ক্লাসে অংশ গ্রহন করা বাধ্যতামূলক।
- প্রতি মাসের সামগ্রিক পাঠের উপর প্রত্যেক বিষয়ে ২০ নম্বরের কুইজ টেস্ট পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
- সকল ছাত্র-ছাত্রীকে প্রতি মাসের নির্ধারিত তারিখে বেতনসহ অন্যান্য পাওনাদি পরিশোধ করতে হবে।
- নিয়মিত সাপ্তাহিক ও পাক্ষিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
বিভাগ ও পাঠ্যক্রম
শ্রেণি | বিভাগ | পঠিত বিষয় | কমন বিষয় |
উচ্চ মাধ্যমিক | বিজ্ঞান | পদার্থ বিজ্ঞান,রসায়ন বিজ্ঞান,জীব বিজ্ঞান,সাধারন গণিত ও কম্পিউটার শিক্ষা | বাংলা ও ইংরেজি |
মানবিক |
অর্থনীতি,পৌরনীতি,সমাজবিজ্ঞান,সমাজ কল্যাণ,যুক্তিবিদ্যা,ভূগোল,মনোবিজ্ঞান, সাধারন ইতিহাস,ইসলামের ইতিহাস,ইসলাম শিক্ষা ও সংস্কৃত |
||
ব্যবসা শিক্ষা |
ব্যবসা নীতি ও প্রয়োগ,হিসাববিজ্ঞান,ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা,ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা ,অর্থনীতি ও বানিজ্য ভূগোল,অর্থায়ন উৎপাদন ও বিপণন |
||
ডিগ্রী(পাশ) | বি এ | সাধারন ইতিহাস,ইসলামের ইতিহাস,দর্শন,সমাজবিজ্ঞান,সমাজকল্যাণ,অর্থনীতি,রাষ্ট্রবিজ্ঞান | |
বি এস এস | পদার্থ বিজ্ঞান,রসায়ন বিজ্ঞান,জীব বিজ্ঞান,সাধারন গণিত | ||
বি বি এস | হিসাবিবজ্ঞান,ব্যবস্থাপনা,মার্কেটিং |
ভর্তির নিয়মাবলি
ভর্তির সময প্রয়োজনীয় কাগজপত্র সমূহ:
(ক) মূল একাডেমিক ট্রান্সক্রীপ্ট এবং ৩ টি ফটোকপি ।
(খ) মূল প্রশংসাপত্র্ এবং ৩ টি ফটোকপি ।
(গ)ছবি পাসপোর্ট সাইজের ৪ কপি ।
আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ
প্রাক বাছনকি পরীক্ষা-২০১৫
আগামী ০৮/০৯/২০১৫ খ্রি: থেকে অত্র কলেজের প্রাক বাছনিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া গেল।
আদেশ ক্রমে-অধ্যক্ষ